ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


দোকানিকে ছুরিকাঘাত, গণপিটুনিতে দুইজন নিহত


১০ এপ্রিল ২০২৫ ১৫:৪৯

আপডেট:
৩ মে ২০২৫ ২১:১৬

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- মাসুদ ও নাদিম। আহত হয়েছেন একজন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রমজান মাসের প্রথম দিকে লালবাগ শহীদনগর এলাকার কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছিলেন স্থানীয় চা দোকানি নূর মোহাম্মদ। ওই মামলায় মাসুদ ও নাদিমসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।”

মামলার পর পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। কিন্তু জামিনে বের হয়ে মাসুদ, সোহাগ, নাদিমসহ আসামিপক্ষের কয়েকজন বুধবার রাত ১০টার পর তিন-চারটি মোটরসাইকেলে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় গিয়ে ওই দোকানিকে হুমকি দেয় এবং মামলা তুলে নিতে বলে। কিন্তু রাজি না হলে তাকে ছুরিকাঘাত করে। নূর মোহাম্মদ চিৎকার শুরু করলে কয়েকশ মানুষ তাদের ঘিরে ফেলে।"

ওসি আরও বলেন, "এ সময় দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটালে স্থানীয়রা তাদের পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় দুইজন। পুলিশ গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে একজন মারা যায়। আহত অন্যজন চিকিৎসাধীন আছেন।”

ককটেল ছোড়ার বিষয়ে ওসি বলেন, "হামলাকারীরা সাতটি ককটেল ছোড়ে। তার মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। বাকি চারটি ছিল আবিস্ফোরিত।"

থানার ডিউটি অফিসার মো. রাকিব বলেন, "মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"