ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


সুন্দরবনের দস্যুদের কবল থেকে উদ্ধার হলেন ৩৩ জেলে


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫ ১৭:২৩

ফাইল ছবি

মুক্তিপণের দাবিতে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী সুন্দরবনে তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছোঁড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে অপহরণকৃত ছয় জন নারী সদস্যসহ ৩৩ জন জেলেকে ১৬টি বোটসহ উদ্ধার করা হয়।

অপহৃত জেলেদের বরাত দিয়ে কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, গত ০৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে ওই সকল বনজীবীরা। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট থেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

উদ্ধার হওয়া সকল জেলে খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। ট্রলারসহ জেলেদের পরিবারের নিকট তাদের হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লে. কমান্ডার সিয়াম উল-হক।