ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


নকলায় প্রথম পরীক্ষায় ২১ পরীক্ষার্থী অনুপস্থিত


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫ ১৮:২৪

শেরপুরের নকলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা উপজেলার ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ৫৪৫ পরীক্ষার্থীর মধ্যে ২১ জন অনুপস্থিত ছিল। এরমধ্যে এসএসসির ১১ জন পরীক্ষার্থী ও দাখিলের ১০ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহন করেনি।

কেন্দ্র সূত্রে জানা গেছে, উপজেলায় প্রথম দিনের এসএসসি পরীক্ষায় মোট ১৯৮৪ জন এবং দাখিলে ৫৬১ জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে এসএসসি পরীক্ষায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলো। এছাড়া গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬৪ জনের মধ্যে ৩ জন, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২৯ জনের মধ্যে ১ জন, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৭ জনের মধ্যে ২ জন এবং দাখিল পরীক্ষার একমাত্র নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহন করেনি। এবছর নিয়মিত ও অনিয়মিত মিলে নকলা উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৮৪৫ জন এবং দাখিল পরীক্ষায় ৬২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষ, কক্ষ প্রত্যবেক্ষক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলে সন্তোষ প্রকাশ করেছেন।