পূর্বাচল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের নীলা মার্কেট এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ১নং সেক্টরের আট নম্বর প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন নয়ন।
পুলিশ জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা নয়নকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। পরে আজ সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো রয়েছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।