ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


মাগুরায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

মাগুরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মাগুরার যৌথ উদ্যোগে হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি হাজিদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরার উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রচি ও ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মোঃ শিহাব উদ্দিন, হজ এজেন্সীস অব বাংলাদেশ (হাব) প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।

প্রশিক্ষণে বক্তাগন তাদের বক্তব্যে বলেন, হজযাত্রীদের পরিপূর্ণভাবে পবিত্র হজ পালনের নিয়ম-কানুন শেখানো হচ্ছে। যদি কেউ প্রশিক্ষণে প্রদান করা নিয়ম-কানুন ও দিকনির্দেশনাগুলো মেনে চলেন তাহলে একজন ব্যক্তির পুরো হজ কার্যক্রম সম্পন্ন করা খুবই সহজ হবে।

পবিত্র হজ পালনে গিয়ে অবশ্যই হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে। তা না হলে হজের কোন একটি ফরজ কিংবা ওয়াজিব পূরণ করতে না পারলে হজ যেমন পরিপূর্ণ হবে না অপরদিকে সারাজীবন আফসোস থেকে যাবে। তাই হজ পালনকারীদের যাতায়াত, সঠিকভাবে হজ পালন ও অন্যান্য সকল বিষয় সহজ করতে সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনাগুলো সঠিকভাবে ব্যবহার করে হজ পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে।

তাই হজে গিয়ে হজের বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলোর প্রতি গুরুত্ব না দিতে তিনি হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণে হজযাত্রীদের ইসলামী শরীয়ত, কুরআন-হাদীসের আলোকে হজের বিধি-বিধান ও স্বাস্থ্যবিষয়ক নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।