ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


নবাবগঞ্জে ধারাল অস্ত্রের মুখে চিকিৎসকের বাড়িতে ডাকাতি


২১ এপ্রিল ২০২৫ ১২:০৫

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:৫৬

নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলার বলমন্তচর এলাকায় ফিরোজ আলী শ্রেষ্ঠ প্রাসাদে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আজ ভোর চারটার দিকে ৭/৮ জনের ডাকাত দল বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা ধারাল অস্ত্রের মুখে আমাকে এবং আমার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় বিভিন্ন ঘরের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৬৫০ পাউন্ড ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে ডাকাতেরা।’ ডাকাতদের মুখ ডাকা থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান ডা. রফিকুল।

খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, একের পর এক ডাকাতির ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতির ঘটনায় জোর তদন্ত করছে পুলিশ।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে পাশাপাশি দুই উপজেলা দোহার ও নবাবগঞ্জে তিনটি ডাকাতির ঘটনা ঘটল। বাকি দুটি ডাকাতির ঘটনা পার্শ্ববর্তী উপজেলা দোহারে ঘটে।