বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন নাগেশ্বরীর কৃতি সন্তান শিমুল মাহমুদ

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান শিমুল মাহমুদ। তিনি তাঁর সদ্য নির্বাচিত পদে সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন।
গত শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। এ সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোঃ রাসেদ খাঁন সহ সংগঠনের শীর্ষ নেতারা।
কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর শিমুল মাহমুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এটি একটি বড় দায়িত্ব। আমি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো এবং সংগঠনের উন্নতি ঘটানোর জন্য সামনের দিনগুলিতে আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার সংগঠনকে ভালো কিছু দিবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, এবং তাদের শোষণ ও নির্যাতন থেকে মুক্তি দেওয়া। ও অন্যান্য সুবিধার মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবো।”
শিমুল মাহমুদ দীর্ঘদিন ধরে “গনঅধিকার পরিষদ” এর রাজনীতির সাথে যুক্ত। সে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে মিছিলে, আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিলো। এবং শ্রমিকদের অধিকার আদায়ে বিগত পতিত আওয়ামী সরকারের আমলে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন।