ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


শেরপুরের কবর থেকে কঙ্কাল তুলে বিক্রি হতো ঢাকায়


২১ এপ্রিল ২০২৫ ১৮:৩৩

আপডেট:
৩ মে ২০২৫ ০৯:১০

শেরপুরের বিভিন্ন কবর থেকে তোলেন মানুষের কঙ্কাল। এরপর মাথার খুলি ও মেরুদণ্ডসহ সব হাড় ট্র্যাভেল ব্যাগে ভরে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায়। তবে শেষ রক্ষা হয়নি। ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন এই চক্রের তিনজন। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে কঙ্কাল।

রোববার (২১ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনারবাংলা স্কুলের সামনে থেকে সেনাবাহিনী ও ভালুকার ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের চর কালিবাড়ি গ্রামের ইদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫), সুতিয়াখালি গ্রামের মৃত কোতাব আলীর ছেলে ফারুক হোসেন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আলমগীর হোসেন (২৪)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রাত ১টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের সোনারবাংলা স্কুলের সামনে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এসময় ওই তিনজনের সঙ্গে একটি ট্র্যাভেল ব্যাগ ছিল। এটি দেখে সন্দেহ হলে তাদের আটকিয়ে ব্যাগটি তল্লাশি করা হয়। এসময় তিনটি মাথার খুলি, একটি মেরুদণ্ডসহ ৭৮টি হাড় পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তবে এসময় দৌড়ে পালিয়ে যান একজন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কঙ্কাল বিক্রির সঙ্গে জড়িত। তারা কঙ্কাল চুরির জন্য শেরপুর জেলাকে বেঁচে নিয়েছিলেন। শেরপুরের বিভিন্ন কবর থেকে কঙ্কাল চুরি করে ঢাকায় নিয়ে বিক্রি করতেন তারা। তবে একেকটি কঙ্কাল কত টাকায় বিক্রি করা হতো, তা জানা যায়নি। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।