ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


সড়কে রশি ফেলে বাইকের গতিরোধ, বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা


২২ এপ্রিল ২০২৫ ১৮:১৭

আপডেট:
৩ মে ২০২৫ ০৯:১০

আবুল হাশেম

ফেনীর সোনাগাজীতে সড়কে রশি ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে আবুল হাশেম (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে সোনাগাজী উপজেলার ওলামা বাজারের সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আবুল হাশেম উপজেলার দক্ষিণ পশ্চিম চরদরবেশ গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে এবং বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, জমিজমা ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে আবুল হোসেন গংদের সঙ্গে একই গ্রামের বেলাল হোসেন গংদের দ্বন্দ্ব চলে আসছে। উভয় পরিবারের দ্বন্দ্বে ২০২১ সালের ৩১ মে ভোরে আমির হোসেন ননা মিয়ার ভাই কৃষক বেলাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আমির হোসেন ননা মিয়া বাদী হয়ে হাশেমসহ দশজনকে আসামি করে মামলা করেন। এতে হাসেমসহ বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হন। দীর্ঘদিন কারাভোগের পর তারা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। জুলাই আন্দোলনে ফেনীর একটি হত্যা মামলায় আমির হোসেন ননা মিয়াকে আসামি করা হয়। ওই মামলায় নানা মিয়া আদালত থেকে জামিন পান। এ ঘটনায় হাসেম গংকে দায়ী করেন ননা মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। মঙ্গলবার ভোর ছয়টার দিকে হাশেম মোটরসাইকেলে সোনাগাজী পৌর শহর থেকে বাড়ি ফিরছিলেন। উপজেলার ওলামা বাজারের সাজেদা ফাউন্ডেশন এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ১০-১৫ জন দুর্বৃত্ত সড়কের ওপর রশি ফেলে তার মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। রশিতে বেধে হাশেম পড়ে যান। তখন দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে হাশেম মারা যান।

সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন, ‘আবুল হাশেম বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। শুনেছি জমি সংক্রান্ত বিরোধে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যম খুনিদের চিহ্নিত করা হোক।’

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। একইসঙ্গে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।