ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আরইএমএন’র মাসিক মিটিং


২৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৭

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:৪৩

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আরইএমএন এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে বানেশ্বর্দী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. আব্দুল আজিজ-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শারমিন রহমান, এফডব্লিউএ বিউটি খাতুন, স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেন, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন, স্বাস্থ্য সহকারী নাসরীন জাহান, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) এস.এম মনিরুজ্জামানসহ অনেকে।

বক্তারা গর্ভবতী মায়েদের ৪টি সেবা নিশ্চিত করনসহ মা ও শিশু সেবা পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বানেশ্বর্দী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে কর্মরত অন্যান্য কর্মচারী ও কর্মীগন উপস্থিত ছিলেন।