ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


শ্যামনগরে ২১০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী


২৫ এপ্রিল ২০২৫ ১১:৫৭

আপডেট:
৩ মে ২০২৫ ০৯:০৫

সাতক্ষীরার শ্যামনগরে ডিজিএফআই সাতক্ষীরা উপ শাখার তথ্যের ভিত্তিতে অবৈধ ২১০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দসহ দ্ইুজনকে আটক করেছে যৌথ বাহিনী।

২৪ শে এপ্রিল ( বৃহস্পতিবার) ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের তথ্য অনুসন্ধানে জানতে পারে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াদানা গ্রামের কওছার মোড়লের পুত্র আতাউরের নিজ বাড়িতে চিংড়ীতে পুশ চলমান।তাৎক্ষনিক তার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে আতাউরের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আনুমানিক ২৫০ কেজি অবৈধভাবে বাগদা,গলদা ও হরিনা চিংড়িতে জেলি পুশ করার সিরিজ,মেডিসিন বিভিন্ন আলামতসহ ০২ জনকে আটক করা হয়। আটককৃতরা খাগড়াদানা গ্রামের কওছার মোড়লের পুত্র মোঃ আতাউর মোড়ল , একই এলাকার শওকত মোল্যার কন্যা ছামিয়া বেগম।

অভিযানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাতসহ শ্যামনগর থানা পুলিশ । পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ,২০০৯ এর ৪২ ধারামতে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। জেলি পুশকৃত চিংড়ী বিনষ্ট এবং পুশবিহীন চিংড়ি স্থানীয় মাদ্রাসায় প্রদান করা হয়।

এ রিপোর্ট লেখা পযন্ত আটককৃতদের তথ্যের ভিত্তিতে চিংড়ীতে পুশকৃত বিভিন্ন স্থানে অভিযান চলামান আছে।