ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


রৌমারীতে নিয়ম না মেনে পুকুর খনন, বসতভিটা ভাঙ্গার আশঙ্কা


২৭ এপ্রিল ২০২৫ ১০:৫৯

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:৩৬

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর বামনের চর হাজীপাড়া এলাকায় পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তোলার ফলে পুকুরের পাশে থাকা বসতভিটা ভেঙে যাওয়া উপক্রম হয়েছে। সে কারণে মোঃ আমির আলী (৪৮), পিতা- মৃত আব্দুস ছাত্তার, থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করেন।

আমার বসতি বাড়ীর দক্ষিণ পাশে মাটি কাটার ড্রেজার মেশিন লাগিয়ে মাটি কাটার ফলে আমার বসত বাড়ী ভেঙ্গে যাওয়ার প্রবল সম্ভবনা থাকা সত্ত্বে বিপক্ষ স্থানীয় প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেছে।

আমি মাটি কাটতে নিষেধ করিলে বিপক্ষ জোর গলায় আমাকে জানায় আমি ড্রেজার দিয়ে মাটি কাটবো এতে কারো বাড়ী ভেঙ্গে গেলে আমার কিছুই যায় আসে না। এভাবেই আমাকে স্থানীয় প্রভাব খাটিয়ে হুমকি প্রদান করে। মোঃ জুব্বার আলী (৬৫), পিতা- মৃত তালেব মুন্সি, গ্রাম- চর বামনের চর হাজীপাড়াতে। অদ্য ২৬/০৪/২০২৫ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকার সময় মোঃ মজনু ড্রেজার মেশিন মালিক নিষেধ অমান্য করে মেশিন সেটিং করে। মোঃ জুব্বার আলী পুকুরের মালিক নিজেই অপরিকল্পিতভাবে কোনো অনুমোদন ছাড়াই কাউকে তোয়াক্কা না করে পুকুর খনন চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় গভীর পুকুর খনন করার ফলে বসতভিটা ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে পড়ছে।

এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বাড়ির মালিক।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনার বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।