ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


পারভেজ হত্যার বিচার দাবিতে কালিয়ায় ছাত্রদলের বিক্ষোভ


২৭ এপ্রিল ২০২৫ ১২:০৬

আপডেট:
৩ মে ২০২৫ ০৯:০৫

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু'র উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স.ম রকিবুজ্জান পাপ্পু বলেন, যেসব সন্ত্রাসীরা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে বিগত ১৬ বছর যারা জনগণের ওপর জুলুম করেছে, তাদেরও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে।