মহেশপুর সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ রোববার সকালে সীমান্তের স্থানীয় লোকজন ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। মৃতদেহটি ভারতের মধুপুর এলাকায় পড়ে ছিল। বাংলাদেশের গোপালপুর গ্রাম ও ৪৮ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন বলছেন, লাশটি ওবায়দুল নামের এক ব্যক্তির বলে জেনেছি। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর বাড়ি গোপালপুর গ্রামে। ঘটনাটি গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঘটে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোরাকারবারের জন্য কয়েকজন বাংলাদেশি মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকাসংলগ্ন গোপালপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সে সময় কয়েকজন চোরাকারবারির সঙ্গে বিএসএফের বাগ্বিতণ্ডা হয়। এরপর রোববার সকালে ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘সকাল ১০টার দিকে বিএসএফ মারফত আমরা জানতে পারি, সীমান্তের ৪৮ নম্বর পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে এক ব্যক্তির লাশ পড়ে আছে। তবে ভারতের অভ্যন্তরে হওয়ায় নিহত ব্যক্তির পরিচয় আমরা জানতে পারিনি। পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করলে বিস্তারিত জানা যাবে।’