রাজবাড়ীতে পদ্মা নদীতে মস্তক বিহীন লাশ উদ্ধার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মস্তক বিহীন একটি লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পদ্মা নদীর চর কাঁচরন্দ এলাকায় মরদেহটি ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতদিয়ার নৌপুলিশ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এদিকে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা থেকে বাড়ি ফিরে নিখোঁজ হন ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে জিহাদ সরদার (৩০)। তার স্বজন এবং স্থানীয়দের ধারণা, মরদেহটি নিখোঁজ যুবক জিহাদ সরদারের।
নিখোঁজ জিহাদের চাচা আব্দুর রাজ্জাক, দাবি করেন যে মরদেহটি তার ভাতিজা জিহাদ সরদারের। তিনি জানান, চার দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন জিহাদ। বাড়ি আসার পর একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। তবে এরপর আর ফিরে আসেননি। জিহাদ ঢাকার একটি জাহাজ কারখানায় কাজ করতেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নৌপুলিশ ও থানা পুলিশের সহায়তায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মস্তক বিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা না থাকায় এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, স্থানীয়রা এবং মরদেহটির পরিবারের সদস্যরা দাবি করছেন, এটি নিখোঁজ জিহাদ সরদারের মরদেহ। পরিচয় শনাক্তকরণের জন্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।