রৌমারী উপজেলায় অটো-ভ্যান চালক হত্যার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে আরিফুল ইসলাম মুন্না ওরফে আকিদুল ইসলাম (২২) নামে এক অটোভ্যান চালককে হত্যা মামলার আসামি আনুজ্জামাল ওরফে আনিস জামাল (৫৫) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
রৌমারী উপজেলা শহরের ভোলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতারকৃত আসামি আনুজ্জামাল ওরফে আনিস জামাল উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার মৃত নুর হোসেনের ছেলে। আর নিহত আরিফুল ইসলাম মুন্না (২২) রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গ এলাকার খোকা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম মুন্না নামে এক অটোভ্যান চালককে হত্যার করে। সে সময় ঘটনাস্থলে অবস্থান করছিল আসামি আনুজ্জামাল ওরফে আনিস জামাল (৫৫)। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল। প্রাথমিক তদন্তে মাধ্যমে জানা যায়। ওই আসামির এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ের দ্বন্দ্বের কারণে আসামি কৌশলে ডিসিষ্ট আরিফুল ইসলাম মুন্নাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে পরে লাশ গুম করার জন্য জিঞ্জিরাম নদীর পানিতে ফেলে রেখে যায় আসামি আনুজ্জামাল। তাকে জিজ্ঞেস করলে তার জবানবন্দীতে সত্যতা পাওয়া যায়।
জানা যায় গত বছরের রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় অটোভ্যান চালক আরিফুল ইসলাম মুন্না। ওই রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে রৌমারী সদর ইউনিয়নের বোল্লাপাড়া সীমান্ত এলাকার জিঞ্জিরাম নদীতে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন নিহতের মামা ইয়াদ আলী।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ওই অটোভ্যান চালক হত্যা মামলার মাস্টার মাইন্ড মুলহোতা আসামি আনুজ্জামাল ওরফে আনিস জামালকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যেমে জেলহাজ পাঠানো হয়েছে ।