ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বেলকুচিতে মে দিবস উপলক্ষে পল্লি চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প


প্রকাশিত:
১ মে ২০২৫ ২৩:৪৩

১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক এসোসিয়েশন বেলকুচি উপজেলা ও বেলকুচি পৌর শাখার উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্নে এ ফ্রী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক এসোসিয়েশন বেলকুচি শাখার সভাপতি বিপ্লব সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক এসোসিয়েশন বেলকুচি শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক পৌর শাখার সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক, পৌর শাখার সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পল্লি চিকিৎসক আবুল হাশেম সাজু, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন পল্লি চিকিৎসক বেলকুচি উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক সাইফুল মোল্লা, সদস্য হেসাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রোগের ট্রিটমেন্ট প্রেসক্রিপশন সহ চিকিৎসা প্রদান করা হয়, সেই সাথে বিনামূল্যে ঔষধ ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।