কুড়িগ্রাম রৌমারী উপজেলার সীমান্তে বিজিবি ও বিএসএফ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারত উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখতে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য বন্ধ, দু'দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা, বিজিবি ও বিএসএফ'র মাঝে নিয়মিত যোগাযোগ মিটিং সহ উভয় দেশের সুসম্পর্ক আরোও গভীর করতেই কুডিগ্রামের রৌমারী ও মানকার চর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলা বাজার বিওপি'র অধীনে সীমান্তের আন্তর্জাতিক ১০৬৫ নং মেইন পিলারের সন্নিকটে বাংলাদেশ অভ্যন্তরে স্থলবন্দর এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি'র পক্ষে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ দুই অফিসারসহ আট জন ও ভারতের পক্ষে নেতৃত্বে দেন ধুবরী সেক্টর এর সেক্টর কমান্ডার ডিআইজি অসতোস শর্মা পি,এম,এস,এস চারজন অফিসার সহ বারোজন উপস্থিত ছিলেন সেখানে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক শৃঙ্খল বজায় থাকবে বলে জানিয়েছেন তারা।