ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি


৩ মে ২০২৫ ১৪:১৪

আপডেট:
৪ মে ২০২৫ ০৪:৩১

রৌমারী উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ এপ্রিল) রাতে ও বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টহলরত বিজিবি অভিযান চালিয়ে এসব মাদক ও উত্তেজিত ওষুধ জব্দ করা হয়।

জানা যায়, জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির নির্দেশনায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চর বারবান্দা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৭-টি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪২ বোতল ভারতীয় মদ ও ১৯ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।

একই সময়ে, সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা ইটালুকান্দা সীমান্ত এলাকায় (সীমানা পিলার ১০৫৩-এমপি থেকে ৪০ গজ ভেতরে) অভিযান চালিয়ে ১৯৮০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টার দিকে খেয়ারচর বিওপির সদস্যরা আলগারচর সীমান্ত এলাকায় (সীমানা পিলার ১০৭০-২-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান চালিয়ে ৯০০ পিস ভারতীয় উত্তেজিত ওষুধ অ্যামলোডিপাইন ট্যাবলেট (২.৫ মি.গ্রা.) জব্দ করেন। এক্ষেত্রে কোনো মালিক শনাক্ত করা যায়নি এখন পর্যন্ত।

বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "জব্দকৃত মাদকদ্রব্য ও ওষুধ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হবে।

বিজিবি মহাপরিচালক বলেন, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।