ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদসহ সুন্দরবনে ট্রলার জব্দ


৩ মে ২০২৫ ১৫:২১

আপডেট:
৪ মে ২০২৫ ০৪:৫৮

হরিণ শিকারে ব্যবহৃত ছয় বস্তা ফাঁদ ও প্রায় ৩৭০ কেজি বরফসহ জব্দ হওয়া ট্রলার। ছবি: আসাদুজ্জামানের ফেসবুক থেকে সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের বিশেষ টহল দল শুক্রবার (২ মে) গভীর রাতে অভিযান চালিয়ে হরিণ শিকারে ব্যবহৃত ছয় বস্তা ফাঁদ ও প্রায় ৩৭০ কেজি বরফসহ একটি ট্রলার জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটের দিকে সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকার মাঝেরচর পশ্চিম পাড়ে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার নির্দেশনা দেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

অভিযানে নেতৃত্ব দেন জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ইনচার্জ ও ফরেস্টার আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন বন বিভাগের আরও কয়েকজন কর্মী। তবে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সুন্দরবনের ঘন জঙ্গলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। আসাদুজ্জামান বলেন, 'অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চলছে।'

তিনি আরও জানান, জব্দ করা হরিণ শিকারের ফাঁদ ও অবৈধ ট্রলার জব্দের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। সুন্দরবনের বন, সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সর্বদা সতর্ক আছি। আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি।