ভালুকায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান

ময়মনসিংহের ভালুকায় গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় ভালুকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দ।