ডুমুরিয়ায় হজ্জ যাত্রীদের নিয়ে হজ্জ প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে হজ্জ যাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০ টায় ডুমুরিয়া অফিসার ক্লাবে এস এফ ট্রাভেলসের আয়োজনে এস এফ ট্রাভেলস এর চেয়ারম্যান হাঃ মাওঃ ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিন।
প্রধান আলোচক ছিলেন, বানিয়াখালী মাওলানা ভাষানি কলেজের প্রভাষক আলহাজ্ব মুফতী আব্দুল-কাইউম জমাদ্দার।বিশেষ অতিথি ছিলেন, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর ও খর্ণিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনির হোসেন।
ফরিদপুর জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি ও সদর জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী শরীফুল। কিশোরগঞ্জ জেলার মাঠখোলা খামা বিলপার এস এফ ট্রাভেলস প্রতিনিধি ও মসজিদের ইমাম ও খতীব মুফতী আসলাম হোসাইন।পাইকগাছা পৌরসভা এস এফ ট্রাভেলস প্রতিনিধি ও মসজিদে আবরার এর খতীব হাঃ মাওঃ শামসুদ্দীন।
এসময় ডুমুরিয়া উপজেলা থেকে মোট ২২ জন হজ্জ যাত্রীদের সাথে আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম,ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, শাহপুর বাজার এস এফ ট্রাভেলস প্রতিনিধি ও কেন্দ্রিয় মসজিদের ইমাম ও খতীব শেখ আসাবুর রহমান। বিশেষ ব্যবস্থাপনায় ছিলেন, এস এফ ট্রাভেলস কেন্দ্রিয় অফিস ম্যানেজার হাঃ মোঃ খালিদ হাসান।