ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


বিএনপির সাধারণ সম্পাদক ও যুবলীগ সভাপতি এক মঞ্চে!


প্রকাশিত:
১৫ মে ২০২৫ ১০:৪৪

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলোকে শ্রমিক দিবসের একটি অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে। সম্প্রতি ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। জানা গেছে, বিপ্লব বিশ্বাস বিলো বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার এজাহারনামীয় আসামি।

অনুসন্ধানে জানা গেছে, গত ১ মে শ্রমিক দিবস উপলক্ষে নড়াইল জেলা শ্রমিক ইউনিয়ন একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দেখা যায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপলকে।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে পোস্ট করেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল কর্মী বলেন, শহিদ পরিবারের আহাজারি এখনও থামেনি। অথচ, আন্দোলনে হামলায় অভিযুক্ত আসামি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আঁতাত করে রাজনীতি করছেন নড়াইলের কিছু বিএনপি নেতারা। এদের জন্য সংগঠনের সুনাম নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, এসব আসামিদের এখন থাকার কথা জেলে। অথচ, তারা কীভাবে এমন প্রকাশ্য অনুষ্ঠানে আসার সুযোগ পেল?

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী বলেন, দলের দুর্দিনে এখন কর্মীদের পাশে না থেকে বিপ্লব বিশ্বাস বিলো বিএনপির সাথে মেলামেশা করছেন। এরা আওয়ামী লীগে লুকিয়ে থাকা বেঈমান।

এবিষয়ে বিপ্লব বিশ্বাস বিলো বলেন, এটা ছিল শ্রমিক দিবস উপলক্ষে নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠান। এখানে কোনো দলবল হয়না। সব দলের লোকই এখানে ছিল। আমি এই সংগঠনের নির্বাচিত সভাপতি।

অভিযোগের বিষয়ে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য কয়েকবার তার মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।