ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকীতে ড্যাব জামালপুরের নানা কর্মসূচি পালন


প্রকাশিত:
২৯ মে ২০২৫ ২২:১৪

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ (মৃত্যু) বার্ষিকী উপলক্ষে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখা পবিত্র কুরআনখানি, স্বেচ্ছা রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

বৃহস্পতিবার ২৯ মে বেলা ১২ টা ৩০ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. আহমদ আলী আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মো. আজিজুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন। তার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এই আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দো'য়া করা হয়। সেই সাথে এদেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করা হয়।