ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৩১ মে ২০২৫ ২১:৩৭

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের আয়োজন করা হয়।

দুইদিন ব্যাপি এ পুষ্টি সপ্তাহ উপলক্ষে শনিবার (৩১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ও স্বাস্থ্য কর্মী ছাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ , উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ,যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সাংবাদিক এস কে ছাত্তার, উপজেলা সমাজ সেবা অফিসার সানজা হোসাইন সানী, স্বাস্থ্য কর্মী রফিকুল ইসলাম রবি,
সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমুখ।

ডাঃ রাজিব সাহা বলেন মানুষকে সুস্থ থাকতে হলে সকল বয়সের মানুষকেই পুষ্টিকর খাবার খেতে হবে। অতিরিক্ত ভাজা তৈলাক্ত খাবার ও ফাস্ট ফুড বর্জন করতে হবে। শিশুকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার থেকে বিরত রাখুন। শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণে আমিষ জাতীয় খাবার দিন। পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। প্রতিদিন একবেলা একটি করে ডিম দুধ ও আমিষ জাতীয় খাবার খাওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ান।