ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


জামালপুরে সরকারি চালের বস্তা জব্দ, আটক ৫


প্রকাশিত:
২ জুন ২০২৫ ১৬:০২

আটক আসামিরা।

জেলার ইসলামপুর ও সরিষাবাড়ীতে ২৬২ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী।

রোববার (১ জুন) রাতে সরিষাবাড়ীর ভাটারা বাজারে মোহাম্মদ নাজমুলের দোকানে খাদ্য অধিদফতরের বস্তা পালটিয়ে ভিজিএফের চাল পাচারের সময় ৫০ কেজি ওজনের ৫৬ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় সরিষাবাড়ীর সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল উপস্থিত ছিলেন।

আটকরা হলেন-সরিষাবাড়ীর রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আব্দুল গফুরের পুত্র মো. আশিক, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের পুত্র রায়হান ও বারইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর পুত্র শান্ত।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান সাংবাদিকদের জানান, চালসহ আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

গত রাতে জেলার ইসলামপুর পৌরসভা গাঁওকুড়া এলাকায় আরিফ মিয়ার ‘মা রাইচ মিলে’র গোডাউনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে। এ সময় গুদামটি সিলগালা করা হয়েছে এবং কালোবাজারি আরিফ মিয়াকে আটক করেছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান সাংবাদিকদের জানান, সরকারি চাল জব্ধ এবং গুদামটি সিলগালা করা হয়েছে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।