ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


নাসিরনগরে থানার সামনে দুর্ধর্ষ চুরি


প্রকাশিত:
১৫ জুন ২০২৫ ২১:২০

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে থানার ২০০ গজের ভেতর অবস্থিত একটি মোবাইল ফোনের দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে মাত্র ২২ মিনিটের ব্যবধানে চোরের দল প্রায় ২২ লাখ টাকার মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে গেটের তালা ভেঙে ফেলে দিয়ে নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার থানা রোডে ছায়েদ রাজার মার্কেটের ‘পিয়াস টেলিকম’ দোকানে। শুক্রবার রাত ১০:৩০টায় দোকান মালিক শুভ দাস ছয়টি তালা লাগিয়ে দোকান বন্ধ করেন। পরদিন সকালে কর্মচারী এসে গেটে নতুন তালা দেখে মালিককে খবর দেন। শুভ দাস এসে দেখেন, সাটারের তালাগুলো ভাঙা এবং দামী মোবাইল ফোনসহ দোকানের প্রায় সব মালামাল চুরি হয়ে গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা দুই চোর ভোর ৫:২০ থেকে ৫:৪২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে দোকানে প্রবেশ করে এবং চুরি করে চলে যায়।

এলাকাবাসীর প্রশ্ন? পুলিশের চোখের সামনেই, থানার গেটের কাছাকাছি এমন চুরি কীভাবে সম্ভব?

এ ঘটনায় দোকান মালিক শুভ দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খাইরুল আলমের অভিযোগের সত্যতা স্বীকার করে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।