ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ২২:২১

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের আহব্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় নাসিরনগর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও মোঃ ফখরুদ্দিন আহমদ বিশাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাওঃ ইসলাম উদ্দীন ফারুকী তিনি বলেন, “নাস্তিক ইমাদ উদ্দিন শুভ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে ও তার বাবা নাস্তিক সালাউদ্দিন মুকুলকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

এসময় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ, হাঃ মাও. রফিকুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দীন ফারুকী, মুফতি মোল্লা মুহাম্মদ আমীর, মাও হাবিবুল্লাহ ফারুকী, মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ মুসাব্বির, মোঃ জাকারিয়া প্রমুখ,

বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বশীলরা।