ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


নাটোরে বাস ও অটোরিকশার সংঘর্ষ, জাবি শিক্ষার্থীসহ নিহত ৪


প্রকাশিত:
২১ জুন ২০২৫ ১৪:২৩

নাটোর সদর উপজেলায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঝলমলিয়া থানার এসআই আবুল কালাম জানান।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাটোর সদরের হারিগাছা এলাকার আহাদ আলীর ছেলে সিএনএজি চালক মো. বাবু (৪০), ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাগর (৩৫) এবং তার আত্মীয় মো. শহিদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, রাব্বি পরিবহনের বাসটি সিরাজগঞ্জ থেকে আসছিল। আর অটোরিকশাটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

টনাস্থলেই মারা যান সাগর। বাবুর মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। বাকি দুজন মারা যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে যান।