ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২৬ জুন ২০২৫ ১৮:১৫

ব্যবসায়ীর মরদেহ।

টাঙ্গাইলের সখীপুরে তরফ আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার কালিয়ানপাড়া ৭ নং ওয়ার্ডের বুরহান উদ্দিন মার্কেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তরফ আলী ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে তরফ আলী বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। আজ সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাঁঠাল গাছের সাথে তরফ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার চেচামেচি শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে সখীপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বড় ভাই বোরহান উদ্দিন জানান, আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি দিত। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।