ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


সাভারে এনাম মেডিকেলে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি


প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ১৪:৪৯

ছবি : সংগৃহীত

বেতনসহ নানা দাবি আদায়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন শতাধিক কর্মচারী।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মচারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার দুর্ঘটনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়িত্ব পালনকারী কর্মীদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, মাসিক বেতন যেন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দেওয়া হয় এবং কর্মীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসা ব্যয়ে ৫০ শতাংশ ছাড় দিতে হবে।

হাসপাতালের এক কর্মচারী স্মৃতি বলেন, ‘আমরা আগেও কর্মবিরতিতে গিয়েছিলাম। তখন কর্তৃপক্ষ জানিয়েছিল জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা হবে। কিন্তু এখনো তা হয়নি, বেতনও বাড়ানো হয়নি।’

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, ‘কর্মীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা যেসব যৌক্তিক দাবি তুলেছেন, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।’