ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


বগুড়ায় গাড়ী ভাংচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার


প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ১৫:৩৮

আব্দুল্লাহ আল মোনাইম

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনাইমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মোনাইম বগুড়ার শেরপুর উপজেলার চরভবানীপুর গ্রামের মৃত ইছাহাক আলী মাস্টারের ছেলে। তিনি ২০২১ সালে শাজাহানপুর উপজেলার আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এর আগে তিনি শাজাহানপুর উপজেলার নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি প্রার্থী গোলাম মো. সিরাজের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে কুসুম্বী ইউনিয়নে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গাড়ি ভাঙচুরের ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়। উক্ত মামলার আসামি ছিলেন প্রধান শিক্ষক মোনাইম।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, প্রধান শিক্ষক মোনাইমের বিরুদ্ধে আগের একটি মামলা ছিল। ওই মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে।