ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৫:৪৩

সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪) সম্পর্কে আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক একজন তাঁত শ্রমিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঁঠাল-মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। পরে এনায়েতগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এরপর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে ভাই-বোনকে দাফন করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।