ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


নাসিরনগরে পুলিশের উপর হামলা, হ্যান্ডকাপ নিয়ে পালালো আসামী ইউপি সদস্য


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ২১:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে পুলিশকে মারপিট করে পালিয়ে গেছে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার অভিযুক্ত আসামী গোর্কণ ইউপি সদস্য মোঃমাসুক মিয়া।

১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে আসামি মাসুক মিয়া (৪০) কে গ্রেফতার করতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশের ১টি টিম।

স্থানীয় একাধিক সূত্র মতে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাসুক মিয়াকে পুলিশ গ্রেফতার করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসতে চাইলে তার স্বজন, সমর্থক, সহযোগী শতাধিক নারী-পুরুষ চড়াও হয় পুলিশের উপর। শুরু হয় হট্টগোল, আতঙ্কগ্রস্ত পরিবেশে হ্যান্ডকাপ নিয়েই দৌড়ে পালিয়ে যায় মাসুক মিয়া।

মারামারি ও পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও হ্যান্ডকাপ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযান পরিচালনাকারী এসআই ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজহারুল ইসলাম।

এসআই কামাল হোসেন বলেন, "আমরা যদি কথা বলতাম তাহলে মাইর খাইতাম।তিনি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা একটা কৌশল অবলম্বন করছি।লোকজন অনেক খারাপ ব্যবহার করছে.তবেকেউ মাইর খায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, মারামারিতে আহত হয়েছে কমপক্ষে ২ জন পুলিশ সদস্য। 

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৭ জুলাই সন্ধ্যায় মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েস (২৯) নামে ২ পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে সেখানে।

উল্লেখ্য, মাসুক মিয়া জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা চেষ্টা মামলার ৯৭ নম্বর আসামি।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম বলেন,হ্যান্ডকাপ নেইনি। আসামি ধরতে গিয়েছিল,স্থানীয় লোকজনে ব্যারিকেড দেয়.এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।