ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১০:৪৯

ছবি : সংগৃহীত

গাজীপুরে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, আটকা পড়েছেন অফিসগামী ও সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টায় গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করে। এখনও তাদের বিক্ষোভ ও অবরোধ অব্যাহত রয়েছে।

আরএকে সিরামিক কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, সাত মাসের বকেয়া বেতন-ভাতা পাচ্ছি না। কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। সংসার চালানো দায়। স্কুলের বেতন দিতে হিমশিম খাচ্ছি। ন্যায্য পাওনা না মেলায় রাস্তায় নেমেছি।

একই কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না। জানুয়ারি থেকে জুলাইয়ের বকেয়া বেতন ও অ্যাগ্রিমেন্টের টাকা আগস্টের ১ তারিখের মধ্যে দিতে হবে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও অযোগ্যদের অপসারণ করতে হবে।

আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ১০ দফা দাবিগুলোর বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকেরা আমাদের কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ, শিল্প পুলিশের বহুসংখ্যক সদস্য এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।