ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


নকলায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ


প্রকাশিত:
১ আগস্ট ২০২৫ ২০:৪৭

শেরপুরের নকলায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, সহকারী মৌলভী হযরত আলী, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা ও সহকারী শিক্ষক মাহাদী মাসুদ প্রমুখ। আলোচনা সভার পরে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এরপরে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও জুলাই অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।