ঢাকা রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


খাস বাসিন্দা কামাল উদ্দিন কর্তৃক বে-আইনী মামলা দায়ের করায় বদরখালীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা 


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ২৩:৪৩

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্যপদ অবৈধভাবে ক্রয়-বিক্রয়” বিষয়ে সাধারণ সভায় উপস্থিত সভ্যগনের সম্মতিতে সাধারণ সভার সভাপতি কর্তৃক  সিদ্ধান্তের বিপক্ষে সভাপতি ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে বদরখালীর খাস বাসিন্দা কামাল উদ্দিন কর্তৃক বে-আইনীভাবে মামলা দায়ের করায় বদরখালী সমবায় চত্বরে ২ আগষ্ট বিকাল ৩টায় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য, পোষ্য ও অংশীদারগনের আয়োজনে মাস্টার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সদস্য মাওলানা ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে সমিতির ইতিহাসে সর্ববৃহৎ ঐতিহাসিক  বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা হারুনুর রশিদ, এতে স্বাগত বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী সভাপতি মৌলানা  ফরিদুল আলম,  বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মেম্বার, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি অধ্যাপক ইমাম উদ্দীন মনির, বদরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলী মোহাম্মদ কাজল, বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল বশর,সাংবাদিক আকতার কামাল,  বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সরওয়ার আলম সিকদার, আহমদ হোছাইন (মিল আহমদ) ,বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দিদারুল ইসলাম মজিদ, বদরখালী অপরাধ নির্মুল কমিটির আহ্বায়ক আইয়ুব আজম বাহাদুর, কবি আব্দুল মান্নান, মো: মানিক ও বাদল প্রমুখ।উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভার সবচেয়ে আলোচিত একটি বিষয় সবার মুখে মুখে কবি আব্দুল মান্নান এর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জ্বালাময়ী প্রতিবাদী কবিতা, এই কবিতায় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির অনিয়ম ও অস্থায়ী খাস বাসিন্দাদের দাপট ও রাজাগিরী ফুটে উঠেছে । ফরিদ উদ্দীনের বক্তব্যে বলেন বদরখালীতে খাস বাসিন্দা কামাল উদ্দীন এই বারের সভাপতির ডা: মিজানুর রহমান এর বিরুদ্ধে মামলা করার ইন্ধন দাতা ও কামাল উদ্দীন এর কত বড় দু:সাহস হলে এই মামলা করতে পারে, আমরা হুশিয়ার করে বলতে চাই অনতিবিলম্ব এই মামলা প্রত্যাহার না করলে তাকে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। ইমাম উদ্দীন মনির বলেন আমরা খাস বাসিন্দাদের দাপট দেখে হতবাক এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা অতিব জরুরি না হয় এক সময় এই খাস বাসিন্দা আমাদের তাড়িয়ে দেবের আশঙ্কা রয়েছে।উপস্থিত বক্তারা একটাই কথা বলেন এই সমিতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে আমাদের সবাই সৎ ও আমানতদার কে নির্বাচিত করে আমাদের সমিতির নতুন কার্যক্রম নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মের হাতে সমিতির নেতৃত্বে গেলে সমিতির আমল পরিবর্তন হবে।

সভাপতি ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে বদরখালীর খাস বাসিন্দা কামাল উদ্দিন কর্তৃক বে-আইনীভাবে মামলা দায়ের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভার উদ্যোগ গ্রহণ করার জন্য বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য, পোষ্য ও অংশীদারগন ও আয়েজন কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত অত্র সমিতির সভ্য এবং পোষ্যগণ।