ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


গণ-অভ্যুত্থানে সংহতি

আটক প্রবাসীদের মুক্তিতে দ্রুত পদক্ষেপের আহ্বান এনসিপির


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৭:০০

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন।

জুলাই গণঅভ্যুত্থানে সংহতি প্রকাশের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটক থাকা প্রবাসী বাংলাদেশিদের মুক্তির জন্য সরকারের প্রতি কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।

নাসীরুদ্দীন অভিযোগ করে বলেন, ‘কূটনৈতিক মহল ইউনূস স্যারকে (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) এই বিষয়ে যথাযথভাবে অবহিত করছে না। অথচ এটা তার জানার কথা এবং দায়িত্বের মধ্যেও পড়ে। সরকারকে আহ্বান জানাই দ্রুত ওইসব দেশের সরকারপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে প্রবাসীদের মুক্তি ও দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করুন।’

তিনি বলেন, ‘যখন যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হই, মন্ত্রণালয় ঘেরাও করি—তখন সরকার বিষয়টি সিরিয়াসলি নেয়। কিন্তু গণমাধ্যমে প্রচার করলে গুরুত্ব দেওয়া হয় না। আমরা চাই, নতুন বাংলাদেশ গঠনের পথে কারাবন্দি প্রবাসীদের মুক্তির মধ্য দিয়েই যাত্রা শুরু হোক।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশে গণতান্ত্রিক চর্চা না থাকায় আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতা নেই। তবু সাহসী বাঙালিরা চুপ থাকতে পারেনি। অনেককে জুলাইয়ের পর গ্রেফতার করা হয়েছে, পরিবার-পরিজন পর্যন্ত যোগাযোগ করতে পারছে না।’

তিনি আরও দাবি করেন, সম্প্রতি যে শুল্কচুক্তি হয়েছে, তা জনস্বার্থে প্রকাশ করা হোক।

এনসিপি নেতা কারাবন্দি প্রবাসীদের পরিবারগুলোর কষ্ট অনুভব করার আহ্বান জানিয়ে বলেন, ‘এই মানুষগুলো দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষ নিয়েছিল। এখন সময় এসেছে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে কি না, তা প্রমাণের।’