ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বেলকুচিতে জমি পরিমাপ নিয়ে হট্টগোল, তথ্যসংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মোবাইল ছিনতাই


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৮:১৩

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিবাদমান জমি মাপাকে কেন্দ্র করে হট্টগোলের সময় ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তামাই খন্দকারপাড়া এলাকায় ক্রয়সূত্রে জমির মালিক বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো: হারুনের সঙ্গে পাশের জমির মালিক এডভোকেট মো: আহমেদ রেজা জন্টু ও ইব্রাহিম খন্দকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও সরকারি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

একাধিকবার সার্ভে আমিন দ্বারা জমি মাপা হলেও তিন দিক দিয়ে সরকারি রাস্তা থাকায় সঠিক পরিমাপ সম্ভব হয়নি। এসময় মো: ইব্রাহিম ও তার বোন মোছা: শিল্পী খাতুন (আহমেদ রেজা জন্টুর বোন) আপত্তি জানান। সরকারি সার্ভেয়ারের মাধ্যমে সঠিক পরিমাপের দাবি করলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে মো: ইব্রাহিমের চাচা সানোয়ার খন্দকার ও জমির মালিক মো: হারুনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক খন্দকার মোহাম্মদ আলীর মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে অসদাচরণ ও হুমকি প্রদান করে তামাই পশ্চিমপাড়ার মো: শাজাহানের ছেলে মো: হাবিব। পাশাপাশি মো: হারুন তার ভাড়াটিয়া লোকজন নিয়ে জায়গা দখলের চেষ্টা ও সানোয়ার হোসেন ও ইব্রাহিমকে মারধরের চেষ্টা করেন।

এ বিষয়ে সাংবাদিক খন্দকার মোহাম্মদ আলী বলেন, “প্রায় দুই সপ্তাহ আগে জমি পরিমাপের সময় বেশ কয়েকজন আমিনের মতপার্থক্য দেখা দেয় এবং পরিমাপে ত্রুটি ধরা পড়ে। পরে সিদ্ধান্ত হয় সরকারী আমিন দ্বারা জমি মাপা হবে। আজ নির্ধারিত দিনে জমি মাপার সময় মো: হারুন বিভিন্ন লোকজন ও আমিন এনে জায়গা দখলের চেষ্টা করলে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় আমি ভিডিও ধারণ করলে অতর্কিতভাবে আমার উপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করা হয়। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মো: হারুন কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মৃত আশকর আলীর ছেলে। তিনি তামাই মাঠপাড়ার মৃত হবিবর রহমান হবি প্রামাণিকের বড় মেয়ের জামাই। স্ত্রীর ও শ্যালকের নিকট থেকে তামাই মৌজার ২২৭১/২২৭২ দাগের ৩১ শতাংশ জায়গা ক্রয়সূত্রে নেন। এরপর থেকে স্থানীয় পার্শ্ববর্তী বসতবাড়ির মালিকদের সঙ্গে জায়গা পরিমাপ নিয়ে একাধিকবার বিরোধে জড়ান। অভিযোগ রয়েছে, তিনি দলীয় লোকজনকে টাকা দিয়ে ভাড়া করে এনে নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছেন।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানান— বিবাদমান জমি ও সরকারি রাস্তার সঠিক পরিমাপ করে জনগণের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক। পাশাপাশি সাংবাদিকের মোবাইল ছিনতাই ও হুমকির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।