ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মুদি দোকান থেকে টিসিবির হাজার লিটার তেল জব্দ, মালিক গ্রেপ্তার


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১২:৪৮

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মুদি দোকানের গুদামে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ওই দোকান মালিককে আটক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নানুপুর বাজারে মেসার্স কামাল স্টোরে এ অভিযান চালানো হয়।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে বিক্রির জন্য সরবরাহ করা টিসিবির তেল মজুত রাখার তথ্য পেয়ে আমরা অভিযান চালাই। আমরা জানতে পারি, সকাল ৯টার মধ্যে তেলগুলো বিভিন্ন দোকানে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়ার কথা ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়।’

ইউএনও জানান, নানুপুর বাজারে কাঁচাবাজার সংলগ্ন মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে বিক্রি নিষিদ্ধ বোতলজাত এক হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।