ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


নতুন প্রজন্মই ভবিষ্যৎ নেতৃত্বের চালিকাশক্তি-নোয়াখালী পুলিশ সুপার


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৮:০০

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)’র অডিটোরিয়ামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল মহোদয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক।

নবীনদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন- “নতুন প্রজন্মই ভবিষ্যৎ নেতৃত্বের চালিকাশক্তি। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নিজেদের দূরে রেখে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।