ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ২৩:৪২

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন সর্বস্তরের ছাত্রসমাজ, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, “ভিপি নুর শুধু একজন ব্যক্তি নন, তিনি দেশের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। তাঁর ওপর হামলা আসলে গণতান্ত্রিক শক্তির ওপর হামলা।”

তারা আরও বলেন, “নুরুল হক নুরকে দমন করে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের স্বপ্ন ও আন্দোলনের প্রতিচ্ছবি হিসেবে তিনি সবসময় তরুণ সমাজের অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

বক্তারা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ঘোষণা দেন, “ভিপি নুরের উপর হামলার জবাব রাজপথেই দেওয়া হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য বিএম আমিনুল ইসলাম, যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি শিমুল মাহমুদ ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, অধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলার সাবেক আহ্বায়ক মোশার্রিফুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব মো. রুবেল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাঁধনসহ স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, তরুণ-যুবক ও সাধারণ জনগণ।