ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


নেছারাবাদের নান্দুহার দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস ভবন উদ্বোধন


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ মিনিটে প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ আতিকুল ইসলাম লিটু (সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি) জেলা পরিষদের বরাদ্দকৃত মাদ্রাসার অফিস ভবন নির্মানের কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৯ নং সুটিয়াকাঠি ইউনিয়নের একমাত্র দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয় ১৯৯৬ সালে। বর্তমানে মাদ্রাসাটিতে ১৩ জন শিক্ষক শিক্ষিকা ও চার জন কর্মচারী সহ ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।

নেছারাবাদ উপজেলার ৯ নং সুটিয়াকাঠি ইউনিয়নের একমাত্র দাখিল মাদ্রাসা এটি। দীর্ঘদিন যাবৎ অত্যান্ত সুনামের সাথে এই মাদ্রাসায় পাশের হার শতভাগ বলে জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপারিন্টেন্ডেন্ট জনাব মুহাম্মদ বাবুল আখতার।

তবে সরেজমিনে দেখা যায়, মাদ্রাসাটির শ্রেণিকক্ষ তিনটি পুরাতন টিনের ঘরে পরিচালিত হয় এবং ঘর বা ক্লাসরুম গুলো খুবই সেঁতসেঁতে ও জরাজীর্ণ। তেমন কোনো আধুনিকতার ছোয়া এখানে পরিলক্ষিত হয়নি। এমতাবস্থায় একটি নতুন পাঁকা ভবন ও আধুনিকায়নের দাবিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন মাদ্রাসার সভাপতি, শিক্ষকমন্ডলী সহ শিক্ষার্থীরা।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক জনাব হুসাইন মোহাম্মদ মকবুল, মোঃ মাসুম বিল্লাহ সহ মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।