ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


নাসিরনগরে ২০০ বস্তা সরকারী চাউল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯

১৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার রাত আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর গৌর মন্দির রোডে বিশেষ অভিযান চালিয়ে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের ব্যবসায়ী মোঃ রহমত আলী ও মোতাহার মিয়ার ব্যাক্তিগত গোডাউনে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধবের প্রায় ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ও ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেইসঙ্গে ১শ ৫০ টি খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় আটক করা হয়েছে দু’জন শ্রমিক কে।আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার বুড়িশ্ব র ইউনিয়নের আশুরাইল গ্ৰামের শাহ কামাল( ৪৮) ও জুয়েল মিয়া (৪০) ।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন , চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে জব্দ করে রাখা হয়েছে।