ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


শেরপুরে দুই সার বিক্রেতাকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১

শেরপুর সদর উপজেলার কৃষকের সার ও কিটনাশকের প্রয়োজনে বিভিন্ন বিক্রেতার কাছে যেতে হয়। কৃষকেরা দাম বেশি দিচ্ছে নাকি সরকার নির্ধারিত মূল্য দিচ্ছে তার পরিদর্শন করতে শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এর উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় শেরপুর সদর উপজেলার পৌরসভা এলাকার আখের মাহমুদ বাজারে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজ কে ১লক্ষ টাকা এবং লাইসেন্সবিহীনভাবে সার বিক্রয় করায় একই বাজারের কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মুসলিমা খানম এর উপস্থিতিতে এই অর্থদন্ড প্রদান করেন।কৃষকের স্বার্থ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়।