ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


নকলায় ৯১০ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার দরিদ্র ও সল্প আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে।

এর অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ট্রডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য ক্রয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৯১০টি পরিবারের মাঝে দিনব্যাপি টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।

এসময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার মো. শহিদ মিয়া, তদারককারী কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আরিফা খানম এশা, ইউপি সদস্য ছামিদুল হক ও মনির হোসেনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

টিসিবি ডিলার মো. শহিদ মিয়া জানান, চলতি মাসের জন্য বরাদ্দকৃত টিসিবি পণ্যের প্যাকেজের মধ্যে প্রতি কেজি ৩০ টাকা করে ৫ কেজি চালের বিক্রয় মূল্য ১৫০ টাকা; প্রতি কেজি ৬০ টাকা করে ২ কেজি মশুর ডালের বিক্রয় মূল্য ১২০ টাকা; প্রতি কেজি ১০০ টাকা করে ২ লিটার সয়াবিন তেলের বিক্রয় মূল্য ২০০ টাকা ও ১ কেজি চিনির বিক্রয় ক্রয় মূল্য ৭০ টাকা নির্ধারন করা হয়েছে। এ হিসেব মতে প্রতি পরিবারকে ৫৪০ টাকার বিনিময়ে চলতি মাসের টিসিবি পণ্যের প্যাকেজ প্যাকেট ক্রয় করতে হয়েছে। ন্যায্যমূল্যে এসব নিত্যপণ্য ক্রয় করতে পেরে ইউনিয়নের দরিদ্র ও সল্প আয়ের পরিবারের লোকজন খুশি হয়েছেন বলে শহিদ মিয়া জানান।