ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২


শেরপুরের জেল পলাতক আসামি র‍্যাব কতৃক গ্রেফতার


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৮

শেরপুর জেলা কারাগার থেকে ৫ আগস্ট ২০২৪ (সোমবার) সরকার পতনের পর কিছু দুস্কৃতিকারির আক্রমনে শেরপুর জেলা কারাগার থেকে ৫১৮ জন হাজতি এবং কয়িদী পলায়ন করেন। উক্ত জেল পলাতক আসামির তালিকা শেরপুর জেলা প্রশাসক এর কাছ থেকে র‍্যাব ১৪ সংগ্রহ করে পলাতক আসামি আটক করতে অভিযান শুরু করেন।

তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর রবিবার বেলা ১২.৩০ মিনিটের সময় র‍্যাব ১৪ শেরপুর খোয়ারপার থেকে মৃত আবুল হাশেমের ছেলে মোর্শেদ মিয়া (৩৮) নামের এক জেল পলাতক কয়েদীকে আটক করতে সক্ষম হয় যার কয়েদি নং ছিল ৮০১২। গ্রেফতারকৃত কয়েদিকে পরবর্তী ব্যবস্থার গ্রহনের জন্য শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।