সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা

কুড়িগ্রামের নাগেশ্বরীর সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনে শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিবাহ মোকাবেলায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রচারণা চালানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা আজকের যুগের অন্যতম চ্যালেঞ্জ। বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের সচেতন করা হলে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে এবং সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে।
সভায় শিক্ষার্থীদের সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, সহিংসতা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়াও পরিবার ও সমাজে সচেতনতা বিস্তারের অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, সচেতনতামূলক এই কর্মসূচির অর্থায়ন করেছে ওয়াল্ট ভিশন ও ইউনিসেফ।