নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’র নতুন কমিটি গঠন

শেরপুরের নালিতাবাড়ীতে তরুণ স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা মিলনায়তনে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীরকে কার্যকরী সভাপতি ও শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি নাঈম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও ফরিদুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র্র শীল, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, আইটি বিষয়ক সম্পাদক মিঠুন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুয়াইব ইসলাম শিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান রনি, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ ও সাহিত্য সম্পাদক আল আমিন ইসলাম কাব্য।
এছাড়া সংগঠনটির কার্যক্রম সমাজ, দেশ ও জাতির জন্য জনকল্যাণে সুষ্ঠুভাবে পরিচালিত করার লক্ষ্যে সমাজ সেবক ও পরিশ্রমী স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম আরিফকে অন্যতম উপদেষ্টা করে ছোট্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ আগস্ট কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে ‘ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন’ নামে সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়। সমাজ, দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সরাসরি জড়িত থেকে সবার নজর কেড়েছে। এবছর এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’ নামকরণ করা হয়।