ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


নাগেশ্বরীতে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৫

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রজেক্টের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সি-বিএলএম, অ্যাসেসমেন্ট টুলস প্রণয়ন ও অ্যাসেসমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা বিস্তার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Skill Popularization Campaign সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক (এলএমডি, বিটিইবি) মোঃ শামসুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আমান উল্লাহ আল হাসান।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ রাজিমুল আলী, সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ময়দান আলী, কচাকাটা মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ সাহিদা বেগম, বিএম কলেজ ফুলবাড়ীর অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম এবং বড়লোই দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম সরকার।

প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন মোঃ মাহমুদুল হাসান, প্রজেক্ট কো-অর্ডিনেটর (চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট)। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রকল্পের টেকনিক্যাল অফিসার–ইয়ুথ লিড মোঃ ইলিয়াস আলী।

এছাড়াও ইমাম, শিক্ষক, কাজী, সাংবাদিকসহ মহিদেব যুব সংগঠনের বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।